সাতক্ষীরায় ১২ কোটি টাকার মাদকসহ যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ১২ কোটি টাকার ভারতীয় মাদক ক্রিস্টাল মেথ আইস, এলএসডি ও বিদেশি মদসহ ইমন হোসেন (২৩) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

তিনি উপজেলার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

বৃহষ্পতিবার গভীর রাতে উপজেলার রাজপুর সীমান্ত এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান,গোপন সংবাদের ভিত্তিতে রাজপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় একটি ব্যাগসহ ইমনকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে ১২কোটি টাকা মূল্যের ২কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি ও ৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন জানান, শুক্রবার বিজিবির পক্ষ থেকে ইমনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দেওয়া হয়েছে। ইমনের বিরুদ্ধে এর আগেও কলারোয়া থানায় দুটি মাদক মামলা রয়েছে বলে জানান তিনি।

Please follow and like us:

Check Also

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।