বৈষম্যবিরোধী সমন্বয়কের ওপর হামলা বিএনপি নেতার

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহরিয়ার হক সাকিব ও তার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।  শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

সাকিবকে চিকিৎসার জন্য জামালপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় শুক্রবার বাদ জুমআ শহরের বড় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় রাজনৈতিক বক্তব্য দেন শামীম আহমেদের কর্মীরা।

মসজিদে রাজনৈতিক বক্তব্য না দিতে অনুরোধ করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ। এতে ক্ষিপ্ত হয়ে শামীম আহমেদের লোকজন যুবদল নেতা আমান উল্লাহকে মসজিদের ভেতরেই মারধর করে।

এ ঘটনার জেরে শুক্রবার রাতে ভুক্তভোগী আমান উল্লাহর ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুরের সমন্বয়ক শাহরিয়ার সাকিবের ওপর বাসার সামনেই হামলা করে শামীম আহমেদের অনুসারীরা।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ যুগান্তরকে বলেন, তিনি সব সময় সন্ত্রাসের বিরুদ্ধে।

তিনি আরও বলেন, তার রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে একটি মহল।
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে পুলিশ শুক্রবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।  তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

ভন্ড পীর মিজানের গ্রেপ্তার, শ্যামনগরে আলেম ওলামা ও জনসাধারণের মিষ্টি বিতরণ 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: সাতক্ষীরার শ্যামনগরে বহুল আলোচিত ভণ্ড ‘পীর’ মো. মিজানুর রহমানকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।