বিএনপির ভাইস চেয়ারম্যান আযম খানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের বিরুদ্ধে এক শিল্পপতি চাঁদা দাবির অভিযোগ করেছেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই শিল্পপতির টাঙ্গাইল শহরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। তবে জেলা বিএনপির নেতারা বলছেন, আহমেদ আযম খান ষড়যন্ত্রের শিকার হচ্ছেন।

চাঁদা দাবির অভিযোগ আনা ওই শিল্পপতির নাম মনির আহমেদ। তিনি এশিয়াটিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তাঁর বাড়ি টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায়। মনিরের ঢাকা, গাজীপুর ও টঙ্গীতে শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। বুধবার সন্ধ্যায় মনির তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এর আগে গতকাল মঙ্গলবার রাতে তিনি টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দেন।

নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করছেন শিল্পপতি মনির আহমেদ। বুধবার সন্ধ্যায়
নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করছেন শিল্পপতি মনির আহমেদ। বুধবার সন্ধ্যায়ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে শিল্পপতি মনির আহমেদ জানান, মঙ্গলবার তিনি তাঁর বাসভবনে কয়েকজন স্বজনকে দুপুরের খাবারের আমন্ত্রণ করেছিলেন। তাঁদের মধ্যে সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ হাবিবসহ কয়েকজন ছিলেন। বেলা আড়াইটার দিকে আযম খানের অনুসারী ২০-২৫ জন নেতা-কর্মী তাঁর বাসায় প্রবেশ করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় গালাগালি ও ভাঙচুর করেন। এমনকি মধ্যাহ্নভোজে যোগ দিতে আসা ব্যক্তিদের কিল-ঘুষি ও লাথি মেরে লাঞ্ছিত করেন।

মনির আরও অভিযোগ করে বলেন, এই ঘটনার তিন-চার দিন আগে এক লোক তাঁর কাছে এসে আযমকে ফোনে ধরিয়ে দেন। তখন আহমেদ আযম তাঁকে বলেন, ভবিষ্যতে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে তিনি (আযম) নির্বাচন করবেন। তাই ৫০ লাখ টাকা দিয়ে সহযোগিতা করতে হবে। টাকা দিতে অস্বীকার করলে সেদিন দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন আহমেদ আযম খান।

মনির বলেন, মঙ্গলবার রাত ১১টার দিতে তিনি নিজে টাঙ্গাইল সদর থানায় গিয়ে তাঁর বাসায় হামলা ও চাঁদা দাবির বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে আহমেদ আযম খান, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইজাজুল হকসহ ১২ জনের নাম উল্লেখ করেছেন।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, মনির আহমেদের লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন বিএনপির নেতারা। বুধবার দুপুরে
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করছেন বিএনপির নেতারা। বুধবার দুপুরেছবি: প্রথম আলো

থানায় লিখিত অভিযোগ দেওয়ার খবর পেয়ে বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা, সদর উপজেলা ও শহর বিএনপির নেতারা টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তাঁরা বলেন, আহমেদ আযম খানের ভাবমূর্তি নষ্ট করার জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ওই শিল্পপতি মনির আহমেদ এ অভিযোগ এনেছেন। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মনির আহমেদ একজন দুর্নীতিবাজ। তিনি নিজেই চাঁদাবাজ ও সন্ত্রাসীদের নিয়ে তাঁর বাসায় সভা করছিলেন। তাঁর বাসায় গিয়ে কোনো খারাপ আচরণ করা হয়নি বা ভাঙচুর করা হয়নি। চাঁদা দাবির তো প্রশ্নই আসে না।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামীল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ইজাজুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান ও সাদেকুল আলম, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আহমেদ আযম খান একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর বিরুদ্ধে চাঁদা দাবির যে অভিযোগ আনা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। এই ষড়যন্ত্রের সঙ্গে কিছু দলীয় নেতা-কর্মী এবং বহিষ্কৃত ব্যক্তিরা জড়িত রয়েছেন বলে অভিযোগ করা হয়।

Please follow and like us:

Check Also

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের যোগদান  

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার  হিসেবে যোগদান করলেন  …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।