পৌরসভার মুনজিতপুর এলাকায় ড্রেনসহ  সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা  : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুর শাপলা আবাসিক এলাকায় ড্রেণসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  (৫ সেপ্টেম্বর) সকালে অতিথি হিসেবে ড্রেণসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কামরুজ্জামান শিমুল, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, মেসাস শেফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার আব্দুর রউফ বাবু, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. হাসানুজ্জামান, জেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, সমবায় কর্মকর্তা মুর্শিদ হোসেন, কলেজ শিক্ষক আব্দুল মান্নান, মো. আব্দুল কাদেরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুরস্থ শাপলা আবাসিক এলাকায় ৭০৮ ফুট ড্রেণসহ সিসি ঢালাই রাস্তাটি ১৬লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ দিনের প্রত্যাশিত ড্রেণসহ রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় পৌর কাউন্সিলর ও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Please follow and like us:

Check Also

আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।