এস,এম মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা(আশাশুনি) প্রতিনিধি।।
সাতক্ষীরার আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অস্থায়ী কার্যালয়ে উক্ত ক্লাস অনুষ্ঠিত হয়। উপজেলা সভাপতি প্রভাষক শাহজাহান আলীর সভাপতিত্বে ক্লাসে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। প্রধান আলোচক ছিলেন উপজেলা উপদেষ্টা আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জলিল, সহকারী সেক্রেটারী আনিছুর রহমান। অন্যান্যের মধ্যে উপজেলা সহ-সভাপতি মাসুম বিল্লাহ খান,সেক্রেটারি বোরহান উদ্দিনসহ উপজেলার ১১ ইউনিয়নের সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন। একই সাথে মহিলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১১ ইউনিয়নের দায়িত্বশীলাগন উপস্থিত ছিলেন।
Check Also
বিজিবি-বিএসএফের উদ্যোগ সীমান্তে শূন্যরেখায় মাকে শেষবিদায় জানালেন শরীফা
সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনের শূন্যরেখা; গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টা। বিজিবির উপস্থিতিতে একটি অ্যাম্বুলেন্স এসে থামল। …