জীবন সংগ্রামী মাহবুর মোড়ল পেলেন জেলা প্রশাসনের সহায়তা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কালেক্টরেট চত্ত্বরে রাস্তার পাশে বাদাম বিক্রি করে সংসার চালান মাহবুর মোড়ল। হতদরিদ্র এই মানুষটির একটি হাত নেই, তবুও হারাননি মনোবল। মাহবুর মোড়লের এই সংগ্রামী জীবনকে স্বীকৃতি দিয়ে তার জীবিকা নির্বাহ সহজ করতে রোববার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাকে একটি ভ্যান ক্রয়ের জন্য ৫হাজার টাকা ও চালসহ ত্রাণ সামগ্রী প্রদান করেন।
মাহবুর মোড়লের মতো সংগ্রামী মানুষদের জন্য এ ধরনের সহায়তা শুধুমাত্র আর্থিক নয় বরং এটি তাদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন মানুষদের প্রতি সহানুভূতির দৃষ্টি রেখে সহায়তা করা সমাজের সকলের দায়িত্ব। জেলা প্রশাসনের এই উদ্যোগ সমাজের অন্যান্য স্তরের মানুষের দৃষ্টিভঙ্গিতেও ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা যায়।
মাহবুর মোড়লের প্রতিটি দিনই সংগ্রামের গল্প। তার সাহসিকতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। সাতক্ষীরা জেলা প্রশাসন এই সহায়তার মাধ্যমে প্রমাণ করেছে যে মানবিকতা এখনও বেঁচে আছে এবং সমাজের অন্যদেরও এমন মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে উৎসাহিত হওয়া উচিত। এই সহায়তা মাহবুর মোড়লের জীবনের চাকা সচল রাখার পাশাপাশি তার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ছেলেটি আমাদের ডিসি অফিসের আশেপাশে বাদাম বিক্রি করে। একটি দুর্ঘটনায় তার একটি হাত কেটে ফেলতে হয়েছিল। এই অবস্থায় সে বাদাম বিক্রি করে অস্বাভাবিকভাবে সে তার সংসার চালায়।তার একটি ছেলে একটি মেয়ে আছে। আমি তাকে কিছু আত্মিকভাবে সহযোগিতা করেছি। যাতে সে যে কাজটি করে সেটি যেন আরো ভালোভাবে একটি ভ্যান ক্রয় করে করতে পারে। এতে তার আয়ও বাড়বে সংসারও ভালোভাবে চলবে।

Check Also

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী

আগামী রমজানের আগেই জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচন চায় বলে জানিয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।