মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরা সরকারি কলেজে মানববন্ধন

মহানবী হযরত মোহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ও দোষীকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (৪ সেপ্টেম্বর) খুলনার এক যুবক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ওই যুবককে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবিতে সাতক্ষীরা সরকারি কলেজের মেইন গেটে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ধর্মীয় সম্প্রীতি ও ভ্রতৃত্ব রক্ষায় সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সাতক্ষীরা সরকারি কলেজের বিভিন্ন শিক্ষবর্ষের শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় করেন, রিয়াজ রহমান, সাদিক ইবনে মুজিব, ফায়জুর রহমান, হাসিবুল আলম, নূর আলম, সাগর আহমেদ, সাইদুর রহমান রাফি।

সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রিয়াজ রহমান বলেন, ধর্ম অবমাননা কাম্য নয়। আমাদেরকে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রেসবিজ্ঞপ্তি

Check Also

সুন্দরবনে অপহরণের শিকার ১৫ জেলের মধ্যে ১০ জেলের ২৮ লাখ টাকায় মুক্তি

সুন্দরবন–সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অপহরণের শিকার সাতক্ষীরার ১৫ জেলের মধ্যে ১০ জনকে মুক্তিপণের ২৮ লাখ টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।