সাতক্ষীরায় পরিকল্পনা বিশ্লেষণ ও দায়িত্ব বন্ঠন মিটিং অনুষ্ঠিত 

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা : সাতক্ষীরা সদরে পরিকল্পনা বিশ্লেষণ ও দায়িত্ব বন্ঠন মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯  সেপ্টেম্বর) দুপুর দুইটায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভবনে  পরিকল্পনা বিশ্লেষণ ও দায়িত্ব বন্ঠন মিটিং অনুষ্ঠিত হয়েছে।  সদর উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মো. ফরহাদ জামিল’র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  শোয়াইব আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা  মহিলা বিষয়ক অধিদপ্তরের  প্রোগ্রাম  অফিসার  ফাতেমা জোহরা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এফ এম তাহের গাজী,বল্লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার এ্যাডভোকেট আলহাজ্ব মো. মহিতুল ইসলাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পাবলিক হেলথ কো-অর্ডিনেটর  রাইয়ান কবীর,ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রজেক্ট এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আফরোজা আক্তার বানু,সাতক্ষীরা সদরের প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ ওমর নাসিফ, দেবহাটা উপজেলার প্রজেক্ট অফিসার আবু ইমরান,এস সি এফ রুমিচা খাতুন,সি এফ আসাদুজ্জামান আসাদ, ইলিয়াস হোসেন ও রুহুল কুদ্দুস। এসময় গত সিভিএ ইন্টার ফেইস মিটিং যে পরিকল্পনা গ্রহন করা হয় তার বাস্তবায়ন ও অগ্রগতি তুলে ধরা হয় এবং কিভাবে তা বাস্তবায়ন করা হবে তুলে ধরা হয়।এছাড়া বাকি কাজ গুলো কিভাবে সম্পন্ন করা হবে তার দায়িত্ব বন্ঠন করা হয়।এসময়  প্রধান অতিথি শোয়াইব আহমাদ বলেন, প্রত্যেক সিসির সীমানা প্রাচীর নির্মান করার ব্যবস্থা করার চেষ্টা করব, তবে কমিউনিটি ক্লিনিকের গুনগত মান রক্ষা করতে হবে। সভাপতি তার বক্তব্যে বলেন, ক্লিনিকে আগত রোগীদের সাথে ভাল ব্যবহার করতে হবে ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবু ইমরান। মিটিং শেষে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডর অর্থায়নে  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহায়তায় উত্তরণের বাস্তবায়নাধীন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড  প্রজেক্ট এর পক্ষ থেকে  ১০ টি কমিউনিটি ক্লিনিকের জন্য হেলথ প্যাকেজ ১০ টি করে  সাবান,একটি ৩৫ লিটারের বালতি,৫০ প্যাকেট স্যানিটারী ন্যাপকিন,শক্তি টয়লেট ক্লিনার, টয়লেট ব্রাশ,তিন সিটের একটি চেয়ার প্রদান করা হয়।#

Check Also

সুন্দরবনে অপহরণের শিকার ১৫ জেলের মধ্যে ১০ জেলের ২৮ লাখ টাকায় মুক্তি

সুন্দরবন–সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অপহরণের শিকার সাতক্ষীরার ১৫ জেলের মধ্যে ১০ জনকে মুক্তিপণের ২৮ লাখ টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।