১৭ বছর পর বিএবির নেতৃত্ব বদল, নতুন চেয়ারম্যান আবদুল হাই সরকার

বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়েছে। ছয় মাসের জন্য গঠিত এই কমিটির চেয়ারম্যান হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার। এ ছাড়া ভাইস চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আজ সোমবার অনুষ্ঠিত বিএবির সাধারণ সভায় নতুন এই অ্যাডহক কমিটি গঠন করা হয়। বিএবি সূত্রে জানা যায়, ছয় মাস পর নির্বাচনের মাধ্যমে সংগঠনটির পরবর্তী কমিটি গঠন করা হবে।

বিএবিতে নতুন নেতৃত্ব আসছে ১৭ বছর পর

জানতে চাইলে বিএবির নতুন চেয়ারম্যান আবদুল হাই সরকার প্রথম আলোকে বলেন, অতীতে বিভিন্ন কর্মকান্ডের কারণে বিএবি বির্তকিত হয়েছিল। এ ধরনের আর কোনো কর্মকান্ডে এখন থেকে জড়িত হতে চায় না বিএবি। নতুন কমিটি মিলে সিদ্ধান্ত নেবে সংগঠনটির আগামী দিনের ভূমিকা কি হবে।

এদিকে অ্যাডহক কমিটি গঠনের মাধ্যমে ১৭ বছর পর সংগঠনটির নেতৃত্বে পরিবর্তন এল। ২০০৮ সাল থেকে টানা ১৭ বছর বিএবির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এক্সিম ব্যাংকের সদ্য সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। যদিও বিএবির সংঘস্মারক অনুযায়ী, এক কমিটির মেয়াদ তিন বছর।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশের সরকার পরিবর্তন হয়। রাজনৈতিক এই পটপরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি। পাশাপাশি নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বাধীন বিএবির দুই ভাইস চেয়ারম্যানও সরকার বদলের পর ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। ফলে এই দুজনও বিএবির নেতৃত্বে থাকার যোগ্যতা হারান। তাঁরা হলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ লাবু। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই। অপরজন হলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই। সব মিলিয়ে বিএবি নেতৃত্বশূন্য হয়ে পড়েছে।

আরও পড়ুন

ফুটবল খেলতে ব্যাংকপ্রতি ২৫ লাখ টাকা চাঁদা চেয়েছেন ব্যাংক মালিকেরা

এ অবস্থায় আজ সাধারণ সভা ডাকে ব্যাংক উদ্যোক্তাদের সংগঠনটি। তাতেই আবদুল হাই সরকারের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি গঠিত হয়। জানতে চাইলে নবগঠিত কমিটির ভাইস চেয়ারম্যান ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী প্রথম আলোকে বলেন, ছয় মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে বিএবির নতুন নির্বাচিত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি আজকের সভায় তিনজনের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

Check Also

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।