সাতক্ষীরার পাটকেলঘাটায় প্রধান শিক্ষকের  পদত্যাগ দাবীতে শিক্ষার্থীদের  বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার  পাটকেলঘাটা আদর্শ  বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের পদত্যাগের দাবীতে মানববন্ধনন করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯সেপ্টেস্বর) বেলা ১০টা থেকে   ২টা পর্যান্ত স্কুল প্রাঙ্গণ থেকে সাতক্ষীরা খুলনা মহাসড়ক পর্যান্ত সড়ক  অবরোধ করে  বিক্ষোভ করে শিক্ষার্থীরা।এসময় তারা একদফা এক দাবী শেখ আব্দুল হাইয়ের পদত্যাগ চাই বলে স্লোগান দিতে থাকে পরে তালা উপজেলা সহকারী ভূমি কমিশানার আব্দুল্লাহ আল আমিন ঘটনাস্থলে  এসে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, পাটকেলঘাটা বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অপু, জাহিদ, ছাকিব, সামির, ইমন, জাহিদুর আল মামুন প্রমূখ।  বক্তারা বলেন,‘‘ শেখ  আব্দুল হাই প্রধান শিক্ষক হওয়ার পর থেকে বেপরোয়া হয়ে উঠেছিলেন। তিনি নিয়মিত স্কুলে আসতেননা।প্রতিষ্টানের কোন উন্নয়ন না করেই দীর্ঘদিন যাবৎ স্কুল ফান্ডের  টাকা লুটপাট  করে খেয়েছেন। এছাড়া কয়েক মাস  বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর  কর্মচারীর নিয়োগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ’’ দূর্নীতিবাজ এই প্রধান শিক্ষক  পদত্যাগ না করলে তাদের বিক্ষোভ চলবে বলে হুশিয়ারি দেন তারা।বিষয়টি নিয়ে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ  আব্দুল হাইয়ের সাথে কথা বললে তিনি জানান,‘‘ ইতিপূর্বে আমার বিরুদ্ধে তিন বার অডিট হয়েছে কর্তৃপক্ষ আমার কোন দূর্নীতি পায়নি।৫আগষ্ট সরকার পতনের পর থেকে প্রতিষ্ঠানের তিন জন শিক্ষক  আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। আজ তারা টাকা পয়সা দিয়ে   আমার বিরুদ্ধে প্রতিষ্ঠানের ছাত্রদের উসকে দিয়েছে।’’ তারা আমাকে জোর পূর্বক পদত্যাগ করানোর জন্য চেষ্টায় আছেন বলে অভিযোগ করেন তিনি।

তালা উপজেলা সহকারী ভূমি কমিশনার আব্দুল্লাহ আল আমিন  জানান,‘‘আপাতত আব্দুল হাইকে  স্কুলের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তার  বিরুদ্ধে লিখিত সুপারিশ করে বোর্ডে পাঠানো হবে। এর পরে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যাবস্থা নিবে ।’’

Check Also

বাংলাদেশে একটি সফল ইসলামী বিপ্লবের স্বপ্ন দেখি: মুহাঃ ইজ্জতউল্লাহ

সাতক্ষীরা সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জতউল্লাহ বলেছেন, প্রত্যেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।