সাতক্ষীরা প্রতিনিধি অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে তিনজন বাংলাদেশি নারী আটক হয়েছেন। সোমবার সকালে উপজেলার হিজলদি সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শেরপুর জেলার নওখোলা থানার শিকদারপাড়া গ্রামের মনির হোসেনের মেয়ে মনিকা খাতুন (২১) ও রিতু আক্তার সুমাইয়া (১৫) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মহিষপুর গ্রামের মোহন মিয়ার মেয়ে মরিয়ম আক্তার জুলি (১৫)। ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, আটক নারীরা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে হিজলদির সুলতানপুর এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা স্বেচ্ছায় কাজের সন্ধ্যানে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। মামলা দিয়ে তাদেরকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক ।
Check Also
জামায়াতের সেক্রেটারী জেনারেলের আগমন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়
জামায়াতে ইসলামীর তালা উপজেলার কর্মী সম্মেলনে লক্ষাধীক লোকের সমাগম হবে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত নেতৃবৃন্দ। …