শ্যামনগরে এক বাড়ি থেকে ৪৫টি পদ্মগোখরা সাপ উদ্ধার

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় এক বাড়ি থেকে ৪৫টি পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খ্যাগড়াঘাট গ্রামের মহিউদ্দীন সরদারের বাড়ি থেকে সাপ গুলি উদ্ধার করা হয়। শরুব ইয়ুথ টিমের পরিচাল এসএম জান্নাতুল নাঈম জানান, বাড়িতে সাপ রয়েছে ধারণা ছিল, কিন্ত এতগুলো সাপ রয়েছে ধারণা ছিলনা। সকালে বাড়ির পুরানো প্রাচীর ভাঙতে যেয়ে প্রথমে একটি বাচ্চা সাপ দেখা যায়। প্রথমে সেটি মেরে ফেলে হয়। এরপর সাপের ডিম দেখা যায় অনেক গুলো। পরবর্তীতে সাপুড়েকে খবর দেওয়া হয়।
তিনি বলেন সাপুড়ে এসে প্রাচীর ভেঙে দুটি বড় পদ্মগোখরা সাপ ও ৪২টি সাপের বাচ্চা ও ২০টি সাপের ডিম পাওয়া যায়। এর মধ্যে একটি সাপ মেরে ফেলা হয়। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

Check Also

বিজিবি-বিএসএফের উদ্যোগ সীমান্তে শূন্যরেখায় মাকে শেষবিদায় জানালেন শরীফা

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশনের শূন্যরেখা; গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টা। বিজিবির উপস্থিতিতে একটি অ্যাম্বুলেন্স এসে থামল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।