সাবেক এমপি হাবিবের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাত্রা

কলারোয়া প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সস্পাদক, সাতক্ষীরা-১ (তালা -কলারোয়া) আসনের সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুল ইসলাম হাবিব উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাত্রা করেছেন।
রোববার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী একটি বিমানে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে। এ সময় সাথে ছিলেন তাঁর সহধর্মিণী অ্যাড. শাহানারা পারভীন বকুল। বিমানবন্দরে প্রবেশের আগেই থাকে বিদায় অভ্যর্থনা জানান তালা-কলারোয়ার বিপুল সংখ্যক নেতা কর্মী।
এসময় হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরাসহ তালা ও কলারোয়াবাসীর কাছে দোয়া কামনা করেন।
তাঁকে বিদায় জানানোর সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, সাংবাদিক কে এম আনিছুর রহমান, কৃষক দলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রনজু, সাবেক ছাত্রদল নেতা রোমেল, রুবেল ,আরিফুজ্জামান রিপন, গালিব, কেন্দ্রীয় ছাত্রনেতা সাইফুল, , ছাত্র নেতা কারিম, বদরুল প্রমুখ।

Check Also

শ্যামনগরে মা*দক সে*বনে বাঁধা পেয়ে মা ছেলেকে কু*পি*য়ে জ*খ*ম

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মাদক সেবনে বাধা পেয়ে স্কুল ছাত্র মুনতাসির মামুন(১৪)সহ তার মা স্বপ্না পারভীন(৩২)কে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।