ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা

আসসালামু আলাইকুম ,
অদ্য ২৭-১১-২০২৪ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে পুলিশ সুপার ,সশস্ত্র বাহিনী, বিজিবি , র‍্যাব কর্মকর্তাসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, শহিদ পরিবার এবং আহতদের নিয়ে একটি স্মরণসভা আয়োজন করা হয়।

শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় এবং খুবই আবেগঘন পরিবেশে জুলাই- আগষ্ট অভ্যুত্থানের গৌরবোজ্জ্বল ইতিহাসভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর জুলাই অভ্যুত্থানের সকল অকুতোভয় বীর এবং শহীদ ও আহত পরিবারের সদস্য তাদের স্মৃতি ও অভিজ্ঞতা সকলের সামনে উপস্থাপন করেন। এসময় জুলাই- আগষ্টের সেই উত্তাল দিনগুলোতে তাদের প্রতি স্বৈরাচারী ও ফ্যাসিস্ট সরকারের নিষ্ঠুর আচরণ এবং তার প্রেক্ষিতে তাদের অবর্ননীয় কষ্ট এবং তাদের আত্মত্যাগের করুণ বর্ননা উপস্থিত অনেকের চোখেই অশ্রু এনে দিয়েছিলো।
জেলা প্রশাসন আয়োজিত এই স্মরণসভায় একজন আহত ছাত্র যাতায়াত ভাড়া ধার করে এসেছেন প্রত্যন্ত গ্রাম থেকে – এটা শুনে জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ তাৎক্ষণিক সিদ্ধান্তে সকল আহত ও নিহতদের পরিবারকে যাতায়াত ভাড়া বাবদ ১০০০/- টাকা সৌজন্য উপহার দেওয়ার ব্যবস্থা করেন।
সবার বক্তব্য শোনার পর জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ কতৃক তাদের সুচিকিৎসা ও যোগ্যতা অনুযায়ী চাকরি নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপসহ সরকারের ও জেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগ সকলের সাথে শেয়ার করা হয় এবং নতুন বাংলাদেশ গড়তে তাদের সকলের পরামর্শ নোট করে রাখা হয় বাস্তবায়নের উদ্দেশ্যে।
পরিশেষে জুলাই-আগষ্ট গণ-অভ্যত্থানে শহিদ ও আহতদের উদ্দেশ্যে দোয়া- মোনাজাতের মাধ্যমে , অনুষ্ঠান চলাকালীন সময়ে নাস্তা এবং অনুষ্ঠান শেষে সবাইকে লাঞ্চের ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
জনাব মোস্তাক আহমেদ
জেলা প্রশাসক
সাতক্ষীরা।

Check Also

শ্যামনগরে মা*দক সে*বনে বাঁধা পেয়ে মা ছেলেকে কু*পি*য়ে জ*খ*ম

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মাদক সেবনে বাধা পেয়ে স্কুল ছাত্র মুনতাসির মামুন(১৪)সহ তার মা স্বপ্না পারভীন(৩২)কে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।