বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনে পদ্মশাখরা, ভোমরা, কাকডাঙ্গা, তলুইগাছা, কালিয়ানী, মাদরা ও হিজলদি বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ২ হতে আনুমানিক ৫০০গজ বাংলাদেশের অভ্যন্তরে দাসপাড়া নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় মদ আটক করে। কাকডাংগা বিওপির বিশেষ আভিযানিক দল ১৩/৩-এস এর ৭আরবি হতে ১৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীণ ভাদিয়ালী পাকা রাস্তা নামক স্থান হতে দুইটি পৃথক অভিযানে ৩২বোতল ভারতীয় মদ আটক করে। চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৬-এস হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ৪বোতল ভারতীয় মদ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি হতে ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীণ চান্দা নামক স্থান হতে ১০বোতল ভারতীয় মদ আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ২হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ১লক্ষ ৪০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৩/৭ এস এবং ২/৬-এস হতে আনুমানিক ১৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষী দাড়ি ও ঘোষপাড়া নামক স্থান হতে ৮৭হাজার টাকা মূল্যের কম্বল ও কাপড় সামগ্রী আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন পূর্ব কালিয়ানী নামক স্থান হতে ১লক্ষ ৫হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/২-এস হতে আনুমানিক ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ৩০হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রী-পিস আটক করে। চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৬-এস হতে আনুমানিক ৩০০গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ১লক্ষ ৪০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাংগা বিওপির বিশেষ আভিযানিক দল ১৩/৩-এস এর ৭ আরবি হতে ১৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে কাকডাংগা থানাধীণ ভাদিয়ালী পাকা রাস্তা নামক স্থান হতে ২লক্ষ ১০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি হতে ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীণ চান্দা নামক স্থান হতে ১লক্ষ ৪০হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কর্তৃক কলারোয়া থানাধীন গোপীনাথপুর পাকা রাস্তার উপর হতে ৮৪হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে।
বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সর্বমোট দশ লক্ষ একাত্তর হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।
বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস-এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করত: পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে স্টোরে জমা হয়েছে।
Check Also
শ্যামনগরে মা*দক সে*বনে বাঁধা পেয়ে মা ছেলেকে কু*পি*য়ে জ*খ*ম
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মাদক সেবনে বাধা পেয়ে স্কুল ছাত্র মুনতাসির মামুন(১৪)সহ তার মা স্বপ্না পারভীন(৩২)কে …