ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার বর্ষপূর্তি উদযাপন ও কমিটি গঠন 

সভাপতি মোঃ আব্দুর রহিম (জনতা ব্যাংক), সম্পাদক কবির উদ্দিন (আল আরাফাহ ইসলামি ব্যাংক)
আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরাঃ
সাতক্ষীরার ব্যাংকারদের অরাজনৈতিক পেশাজীবি সংগঠন ব্যাংকারদের আশা-ভরশা, আস্থা ও নির্ভরতার প্রতিক ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার এক বছর পূর্তিতে নতুন কমিটি গঠন, মোটরসাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ৯ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লেকভিউ কনফারেন্স রুমে আলোচনা সভায় মিলিত হয়।
ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরা প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ডা.আবুল কালাম বাবলা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকা’র এসোসিয়েশন সাতক্ষীরার উপদেষ্টা পরিষদের সদস্য শেখ নেওয়াজ হাসান, শংকর মন্ডল, কাজী মাসুদুর রহমান, ফরহাদ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে আগামী দুই বছরের নতুন কমিটি নির্বাচন করা হয়। ব্যাংকার’স এসোসিয়েশন সাতক্ষীরার আগামী দুই বছরের জন্য নতুন কমিটির সভাপতি জনতা ব্যাংক সুলতানপুর বড় বাজার শাখার ম্যানেজার আব্দুর রহিম, কার্যকরি সভাপতি
অগ্রণী ব্যাংকের এজিএম মোঃ জিল্লুর রহমান,
সাধারণ সম্পাদক আল আরাফাহ ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার কবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোনালী ব্যাংক পারুলিয়া শাখার ম্যানেজার মনিরুল ইসলাম, ক্যাশিয়ার সোনালী ব্যাংকের আবু সায়েম, দপ্তর সম্পাদক সোনালী ব্যাংকের শেখ কামরুজ্জামান সহ ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুর রহিম এ সংগঠনটিকে সাতক্ষীরা জেলার শ্রেষ্ট অরাজনৈতিক পেশাজীবি সংগঠন হিসেবে প্রতিষ্টিত করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নতুন কমিটির সকলেই আশা প্রকাশ করেন যে, সাতক্ষীরা জেলার সরকারি-বেসরকারি সকল ব্যাংক কর্মকর্তারা এ সংগঠনের পতাকা তলে এসে এটাকে আরো গতিশীল করতে সহযোগিতা করবেন ।

Check Also

শ্যামনগরে মা*দক সে*বনে বাঁধা পেয়ে মা ছেলেকে কু*পি*য়ে জ*খ*ম

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে মাদক সেবনে বাধা পেয়ে স্কুল ছাত্র মুনতাসির মামুন(১৪)সহ তার মা স্বপ্না পারভীন(৩২)কে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।