হেমন্ত সন্ধ্যায় সাফ জয়ী বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আফঈদা খন্দকার প্রান্তিকে শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শুক্রবার সন্ধ্যায় সুলতানপুরে সাফ জয়ী বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার আফঈদা খন্দকার প্রান্তির বাসায় সাতক্ষীরা জেলা প্রশাসক শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাত করেন। ইতোমধ্যে সাতক্ষীরার তিন ফুটবলারের বাসায় সাবমেরিন টিউবওয়েল বসানোর কাজ চলমান রয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন ও মীর তাজুল ইসলাম রিপন, প্রান্তির বাবা, মা, বোন, চাচারা, প্রান্তির পক্ষ থেকে অতিথিদেরকে জাতীয় দলের টি-শার্ট উপহার দেন।
Check Also
ফিংড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
হেলাল উদ্দিন,সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার …