ফ্যাসিস্টদের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে: উপদেষ্টা মাহফুজ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে ফ্যাসিস্ট সরকারের গণহত্যার স্বীকৃতি ভারতকে দিতে হবে। ভারতীয় আগ্রাসনের চেয়ে আমরা নিজস্ব শক্তি কতটুকু বাড়াতে পারি- সেটিই গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

মাহফুজ আলম বলেন, ভারতের অপতথ্য ও অপপ্রচার দুই দেশের সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। এ ব্যাপারে ভারত সরকারকে জানানো হয়েছে।

কোনো হঠকারিতাকে সরকার প্রশ্রয় দেবে না উল্লেখ করে তরুণ এই উপদেষ্টা বলেন, ঐক্যবদ্ধ থাকলে শত অপপ্রচারের মাঝেও দেশ এগিয়ে যাবে।

এ সময় তিনি ‘তরুণদের দায়িত্ব এখনও শেষ হয়নি’ বলেও মন্তব্য করেন। বলেন, এই প্রজন্ম ডিজিটাল মিডিয়াতে বিপ্লব ঘটিয়ে ফেলেছে। তাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি।

মাহফুজ আলম বলেন, কোথাও কেউ নিপীড়িত হলে তার বিপরীতে সরকার গৃহীত ব্যবস্থার কথাও প্রচার করতে হবে। ঠেকায় পড়ে নয়, আমাদের সহজাত ঐক্য বজায় রাখার কথাই বলেছেন প্রধান উপদেষ্টা।

Check Also

জামায়াতের সেক্রেটারী জেনারেলের আগমন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

জামায়াতে ইসলামীর তালা উপজেলার কর্মী সম্মেলনে লক্ষাধীক লোকের সমাগম হবে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত নেতৃবৃন্দ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।