হিন্দুদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ, চেন্নাইয়ে গ্রেফতার ৫০০

ভারতের চেন্নাইয়ে বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবিতে এবং হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়ে বিক্ষোভকালে শতাধিক নারীসহ ৫০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার চেন্নাইয়ের রাজা রথিনাম স্টেডিয়ামের সামনে ওই বিক্ষোভ করা হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন হিন্দু মুননানি সংগঠক রাজু। এতে সাবেক গভর্নর তামিলিসাই সৌন্দরারাজন, আরএসএস কর্মকর্তা কেশব বিনায়াগম এবং বিজেপি নেতা কারু নাগরাজন ও ভিপি দুরাইসামি অংশ নেন।

বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ শেষে তারা আন্না সালাইয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের পথ আটকে দেয় এবং গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের পুলিশ ভ্যান ও এমটিসি বাসের মাধ্যমে আরআর স্টেডিয়াম থেকে সরিয়ে আনা হয়। তাদের মধ্যে কিছু লোককে আন্না অডিটোরিয়ামে এবং বাকিদের পেরিয়ামেটের একটি কর্পোরেশন কমিউনিটি হলে আটক রাখা হয়।

ইগমোর পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অনুমতি ছাড়া প্রতিবাদ করার অভিযোগে মামলা দায়ের করেছে।

বিক্ষোভের কারণে রুকমণি লক্ষ্মীপতি সলাইয়ের যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৫০ জন পুলিশ সদস্যকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল।

পুলিশ সড়কের চারপাশে ব্যারিকেড বসায়, যাতে বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গ করে এগিয়ে যেতে না পারে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Check Also

জামায়াতের সেক্রেটারী জেনারেলের আগমন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

জামায়াতে ইসলামীর তালা উপজেলার কর্মী সম্মেলনে লক্ষাধীক লোকের সমাগম হবে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াত নেতৃবৃন্দ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।