আশাশুনি প্রতিনিধি: আশাশুনির চাপড়ায় সিএস ম্যাপ অনুযায়ী মরিচ্চাপ নদী খননের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সংশ্লিষ্ট এলাকাবাসী। মঙ্গলবার বিকালে বুধহাটা ইউনিয়নের চাপড়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে পূর্ব চাপড়া গ্রামের ক্ষতির সম্মুখীন সংশ্লিষ্টরা এ কর্মসূচির আয়োজন করে।
শত শত নারী পুরুষের উপস্থিতিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, ওই গ্রামের আইয়ুব আলী সরদার, আজহারুল সরদার, আফজাল হোসেন, রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, আশাশুনির চাপড়া মৌজার মরিচ্চাপ নদী খননের জন্য পানি উন্নয়ন বোর্ড মাপ জরিপ শুরু করেছে। ইতোমধ্যে তাঁরা আমাদের ডি.এস খতিয়ান, এস.এ ও আর.এস খতিয়ানের রেকর্ডীয় সমতল জমির মাঝখান বরাবর বর্তমান নদী খনন নকশা চূড়ান্ত করেছেন।
ডি.এস রেকর্ডে ৮০০ থেকে ১১০০ ফুট পর্যন্ত নদী ছিল, যা খনন না করে তারা আমাদের রেকর্ডীয় জমির উপর দিয়ে নদী খননের পায়তারা করছে। যেটা অনিয়ম ও অমানবিকতা ছাড়া আর কিছুই নয়। সরকারী খাস জমি থাকার পরও ডিএসএসএ ও আরএস খতিয়ানের উপর এভাবে নদী খনন করা হলে নদীর দুই তীরের শত শত পরিবার ক্ষতির সম্মুখীন হবে।
এছাড়া কবর স্থান, ঘর বাড়ি মৎস্য ঘেরসহ সংশ্লিষ্টরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই রেকর্ডীয় জমি রক্ষায় বিধি মোতাবেক নদী খননের আবেদন জানিয়েছেন উপস্থিত নারী-পুরুষ।