এক মাছের দামই ৩ লাখ ১২ হাজার টাকা

একটি জাবা ভোলা মাছ ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ৩২ কেজি ৭০০ গ্রাম। মাছটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে দেলোয়ার হোসেন নামে এক জেলের জালে ধরা পড়ে।

শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলে দেলোয়ার হোসেন মাছটি স্থানীয় মৎস্য আড়তে নিয়ে এলে আবু মুসা নামে এক মৎস্য আড়ত ব্যবসায়ী মাছটি কিনে নেন।

দেলোয়ার হোসেন বলেন, ‘সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যাই। গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা ভোলা মাছ ধরা পড়ে, যা তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে।

ভোল মাছের ফুলকো বা পটকা (বায়ুথলি) জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় বলে মাছটি এত চড়া দামে বিক্রি হয়।

Check Also

সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান

দমুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।