‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, অবশ্য এর আগের দুই ম্যাচ হেরেই সিরিজ খুইয়েছিল মোহাম্মদ রিজওয়ানের দল। টি-টোয়েন্টি অধ্যায় পেছনে ফেলে এবার ওয়ানডেতে চোখ দলটির।

সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেদিকে চোখ রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহার করতে চায় পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে তেমনটাই জানিয়েছেন অধিনায়ক রিজওয়ান।

সংবাদ সম্মেলনে সাদা বলের ক্রিকেটে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘ওয়ানডেতে আমাদের ছন্দ ধরে রাখতে চাই। আমাদের দলে প্রত্যেক খেলোয়াড়ই অধিনায়ক। আমরা কখনোই আমি বলি না, সবসময় আমরা শব্দটি ব্যবহার করি।’

পাকিস্তান নিজেদের সবশেষ দুই ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েকে হারিয়েছে। এবার দক্ষিণ আফ্রিকাকেও একদিনের ক্রিকেটে ধরাশায়ী করতে চায় দলটি।

Check Also

কুলিয়ায় ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নাধীন কমিউনিটিতে প্রকল্প অবহিতকরন সভা

দেবহাটা প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়ায় ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নাধীন কমিউনিটিতে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।