বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের দারুল উলুম চৌমুহনী ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব মুহাম্মদ মাহবুব আলম।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় শেষে মাদ্রাসার ৫০ বছর পূর্তিতে রি-ইউনিয়ন করার লক্ষ্যে বর্তমান ও পুরাতন ছাত্র-ছাত্রীদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মো. আব্দুল কাদীর হেলালী, মাদ্রাসার প্রাক্তন ছাত্র রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসাইন চৌধুরী, মাওলানা মুজিবুর রহমান, আব্দুর রব, আবু ঈসা প্রমুখ। এ সময় মাদ্রাসায় কর্মরত শিক্ষক-কর্মচারী এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আগামী ঈদুল ফিতরের পরের দিন সকলের সিদ্ধান্ত মোতাবেক রি-ইউনিয়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এর পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সভা থেকে অনুরোধ জানানো হয়েছে।
Check Also
কুলিয়ায় ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নাধীন কমিউনিটিতে প্রকল্প অবহিতকরন সভা
দেবহাটা প্রতিনিধি:: দেবহাটা উপজেলার কুলিয়ায় ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নাধীন কমিউনিটিতে প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার …