মিরাদুল ইসলাম মুনীমের কন্ঠে আসছে সফরের গান ‘সৈকতে বেড়াতে এলাম’

শিল্পী মিরাদুল ইসলাম মুনীমের কন্ঠে আসছে সফরের গান ‘সৈকতে বেড়াতে এলাম’।
মরবি কবি মতিউর রহমান মল্লিকের লেখা ও আবু তৈয়্যব মেজবাহ’র সুরে গানটির কম্পোজিশন করেছেন জুলকার নাইন।
কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিংকৃত গানটি Miradul Munim ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। বাংলা মিডিয়া সেন্টারের প্রযোজনা ও সবুজকুঁড়ির পরিবেশনায়
গানটির ভিজ্যুয়াল ডিরেক্টর ছিলেন এইচ এম রাজু।

Check Also

ভন্ড পীর মিজানের গ্রেপ্তার, শ্যামনগরে আলেম ওলামা ও জনসাধারণের মিষ্টি বিতরণ 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: সাতক্ষীরার শ্যামনগরে বহুল আলোচিত ভণ্ড ‘পীর’ মো. মিজানুর রহমানকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।