এবার মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

এবার সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ভেসে উঠেছে।

গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে কলারোয়া পৌরসভার শেখ আমানুল্লাহ কলেজ-সংলগ্ন ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক তাফহীমুল ইসলাম জানান, সন্ধ্যায় মাগরিবের নামাজের পর তাঁরা আমানুল্লাহ কলেজের সামনে ইউরেকা ফুয়েল পাম্প কমপ্লেক্স জামে মসজিদ-সংলগ্ন একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় হঠাৎ মসজিদের দ্বিতীয় তলার বাইরের দেয়ালে থাকা ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বিডি ৭১ হ্যাকার’ লেখা চলতে দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর মসজিদের ইমাম তরিকুল ইসলামকে ডেকে দৃশ্যটি দেখালে তিনি আশ্চর্য হয়ে যান এবং সাইনবোর্ডের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

জানতে চাইলে ইমাম তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখে তিনি হতবাক হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ডিজিটাল বোর্ডের বিদ্যুতের সুইচ বন্ধ করে দেন। মসজিদ কর্তৃপক্ষ সাইনবোর্ডটি খুলে ফেলেছেন। কী কারণে এমন হয়েছে, তিনি জানেন না।

ঘটনাটি জানাজানির পর রাত সাড়ে আটটার দিকে কলারোয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Check Also

সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠান

দমুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলা আল আমিন ট্রাষ্টের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।