বগুড়ার আদমদীঘিতে অগভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জিনইর গ্রামের পূর্বমাঠে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার খোলার সময় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার দুপুরে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, অজ্ঞাত ব্যক্তিরা গত কয়েক দিন ধরে নলকূপের মালিকের কাছে চিঠি দিয়ে চাঁদা দাবি করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের সদস্য নিহত আবদুর রহমান বগুড়ার আদমদীঘি উপজেলার ডালম্বা গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। তিনি পার্শ্ববর্তী জিনইর গ্রামের সোলায়মান আলীর মেয়েকে বিয়ে করে ঘরজামাই থাকতেন।
তারা আরও জানান, আদমদীঘি সদর ইউনিয়নের জিনইর গ্রামের রহিদুল ইসলাম উজ্জ্বল পূর্বপাড়া মাঠে বৈদ্যুতিক সংযোগ নিয়ে অগভীর নলকূপ দিয়ে জমিতে সেচ দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির জন্য কয়েকজন সেখানে আসেন। এ সময় আবদুর রহমান বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফারমার খুলতে থাকেন। অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে বিদ্যুতায়িত হয়ে তিনি খুঁটির উপরই মারা যান।
এদিকে শুক্রবার সকালে খুঁটির উপর আবদুর রহমানের লাশ দেখতে পেলে পুরো গ্রামে জানাজানি হয়। খবর পেয়ে আদমদীঘি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর খুঁটি থেকে লাশ নামিয়ে আনেন।
এ প্রসঙ্গে অগভীর নলকূপের মালিক রহিদুল ইসলাম বলেন, কয়েক দিন ধরে চোর চক্রের সদস্যরা চিঠির মাধ্যমে টাকা দাবি করে আসছিলেন। অন্যথায় ট্রান্সফরমার চুরির হুমকি দেন তারা।
তিনি শুক্রবার সকালে জানতে পারেন যে, ট্রান্সফরমার চুরি করতে এসে আব্দুর রহমান নামে এক ব্যক্তি বৈদ্যুতিক খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে আবদুর রহমানের লাশ ময়নাতদন্ত না করেই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।