সাতক্ষীরা সুলতানপুর সিমান্ত থেকে ৫ জন বাংলাদেশী নাগরিক আটক

ফিরোজ হোসেন, সাতক্ষীরা :
সাতক্ষীরা সুলতানপুর সিমান্ত থেকে অবৈধভাবে সিমান্ত পারাপারের দায়ে ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।  মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কলারোয়া উপজেলার সুলতানপুর বিওপির আওতাধীন  পোতাপাড়া নামক স্থান হতে তাদের আটক করা হয়।
বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার  দুপুরে এ তথ্য জানান। আটককৃত ৫ বাংলাদেশী নাগরিকরা হলেন, কক্সবাজার জেলার অলিয়াবাদ গ্রামের মোঃ আলী আব্বাসের পুত্র মোঃ আতিকুর রহমান, (৩৬),
যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামের মো.সিদ্দিকুর রহমানের পুত্র মোঃ আসলাম হুসাইন (৩২), বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার ব্রাহ্মনডাঙ্গা গ্রামের তপন ঢালীর পুত্র তন্ময় ঢালী (২৫),
বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ছোটপরী গ্রামের মোশারফ খানের পুত্র  মোঃ মাহাবুব খান (১৮), সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মো.  জাহঙ্গীর আলমের পুত্র  মোঃ রাকিব হাসান (১৭)।
বিজিবি অধিনায়ক জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার সুলতানপুর  সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশী নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর বিওপির দায়িত্বরত বিজিবির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে উক্ত ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
বিজিবির অধিনায়ক আরো জানান, আটকৃত মোঃ আতিকুর রহমান ও মোঃ আসলাম হুসাইনের শ্বশুর বাড়ি ভারতের নয়াদিল্লী ও কুচবিহারে। স্ত্রীদের সাথে   দেখা করার জন্য যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমন করে। তন্ময় ঢালী শ্রমিকের কাজ করতো ভারতে, মোঃ মাহাবুব খান তার চাচার সাথে দেখা করতে গিয়েছিল, এছাড়া রাকিব হাসান ভারতে অবস্থান করা পিতা মাতার সাথে দেখা করতে ভারতে গিয়েছিল।
 বর্তমানে ভারতে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক অবৈধভাবে বসবাসকারীদের বিশেষ ধরপাকড় করায় তারা সুলতানপুর এলাকা দিয়ে বাংলাদেশে আগমনকালে তাদেরকে বিজিবি ৪টি অ্যান্ড্রয়েট ফোন, ১টি বাটন এবং ১টি ফল্ডিং ফোন ও ১টি পাওয়ার ব্যাংকসহ আটক করে।
 বিজিবি অধিনায়ক প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক ৫ বাংলাদেশী নাগরিকদেরকে কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

ভন্ড পীর মিজানের গ্রেপ্তার, শ্যামনগরে আলেম ওলামা ও জনসাধারণের মিষ্টি বিতরণ 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: সাতক্ষীরার শ্যামনগরে বহুল আলোচিত ভণ্ড ‘পীর’ মো. মিজানুর রহমানকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।