দেবহাটা পুলিশের অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী ও সিআর পরোয়ানা ভূক্ত আসামী গ্রেফতার হয়েছে। দেবহাটা থানার ওসি হযরত আলির তত্ত্বাবধানে এসআই লেলিন বিশ্বাস, এসআই রিয়াজুল ইসলাম, এএসআই লিয়াকত আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীদের গ্রেফতার করে। জানা গেছে, পারুলিয়া ইউপি এর পলগাদা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা কালে সাতক্ষীরার শ্রীরামপুর এলাকার আ.গফুর মোড়লেল ছেলে ইনামুল হোসেনকে ২৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে। অপরঅভিযানে সিআর মামলার ৩ মাসের সাজা পরোয়ানা ভূক্ত আসামী ঘলঘলিয়ার কাছেদ আলীর ছেলে আবু সাঈদ (৩২) কে গ্রেফতার করে। দেবহাটা থানার ওসি হযরত আলি জানান, নিয়মিত অভিযান পরিচালনা কালে মাদক সহ একজন এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করা হয়েছে। আটককৃতদের শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। তিনি আরো জানান, থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোন আসামীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা হবে। অপরাধমুক্ত দেবহাটা গড়তে পুলিশকে সঠিক তথ্য ও সহযোগীতা করুন।

Check Also

স্ত্রীর পরকীয়া প্রেমিকের নির্যাতনের শিকার স্বামী

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে পরকীয়া আশক্ত স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে এবার নির্যাতনের শিকার হলেন স্বামী আব্দুস সালাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।