শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে অপরাধ সংগঠনের প্রস্তুতির অভিযোগে যুবলীগ নেতা সাইদুল মিন্টুসহ ছয় জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে উপ-পরিদর্শক মিজান ও মতিন উপজেলার গোমানতলী গ্রাম থেকে তাদের আটক করে। আটককৃতরা হলো রবিউল ইসলাম (৪০), সাইদুল ইসলাম (৪০), জয়ন্ত মন্ডল (২৫), নীলকান্ত মন্ডল (৫০) ও আবুল কালাম (৪০)।
আটককৃতরা উপজেলার গুমানতলী, কাশিপুর, দেবালয় ও নোনাবিল এলাকার বাসিন্দা। কাশিপুর গ্রামের আব্দুল বারীর ছেলে যুবলীগ নেতা সাইদুল ইসলাম মিন্টু উপজেলার ঈশ^রীপুর ইউনিয়ন যুবলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক মিজান জানান নিয়মিত টহলেল সময় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রাত দুইটার দিকে দেবালয় এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ১১নং দেবালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে আত্মগোপনের চেষ্টা করে এসব যুবক। স্থানীয়দের সহায়তায় ছয় জনকে আটক করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান আটককৃতদের ১৫১ ধারার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়ছে।