স্টাফ রিপোর্টার :- সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর স্কুল মাঠে জামায়াতের যুব-বিভাগের আয়োজনে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯:০০ ঘটিকায় খেলাটি উদ্বোধন করেন ভোমরা ইউনিয়ন আমীর, আনোয়ার কবির। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর সহ-সেক্রেটারি হাবিবুর রহমান। এছাড়া অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি রোকনুজ্জামান, ওয়ার্ড সেক্রেটারি আলম বিশ্বাস প্রমূখ। খেলাটির ফাইনাল অনুষ্ঠিত হয় আজ বিকাল ৩:০০ ঘটিকায়। ফাইনালে ছাত্র শিবির ১০৭ রান তাড়া করতে নেমে ১৮ রানে পরাজিত হন জামায়াতে ইসলামীর কাছে। খেলা শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতে চ্যাম্পিয়ান ট্রফি তুলে দেন সদর থানার যুব-বিভাগের সভাপতি ও কর্মপরিষদের সদস্য রবিউল ইসলাম এবং যুব-বিভাগের সেক্রেটারি আশরাফুল আলম। এসময় উপস্থিত ছিলেন সর্বস্তরের জনগণ।
