হেলাল উদ্দিন,সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদরের ১৪ নম্বর ফিংড়ী ইউনিয়নে জামায়াতের আমির শাহিনউজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জুম্মান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন দঃ ফিংড়ী মজলিশপুর জামে মসজিদে অনুষ্ঠিত।
বিপুল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা কর্ম পরিষদ সদস্য ও উপজেলা নায়েবে আমির আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান । বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজাদুল ইসলাম।