বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আগমন উপলক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে পাটকেলঘাটা হাইস্কুলের হল রুমে মিডিয়াকর্মীদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারী ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি সরদার ইয়াছিন আলির সভাপতিত্বে সভায় জামায়াতের জেলা নায়েবে আমির শেখ নূরুল হুদা, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ, শহর জামাতের সেক্রেটারি মোঃ খোরশেদ আলম, দৈনিক সংগ্রাম পত্রিকার জেলা সংবাদদাতা আবু সাইদ বিশ্বাস, দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি শাহজান আলী, দৈনিক সংগ্রাম পত্রিকার উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলাম প্রমুখ্য উপস্থিত ছিলেন।
