এস.এম আব্দুল্লাহ, ঝাউডাঙ্গা :: সাতক্ষীরার ছয়ঘড়িয়ায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষে দুই জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২:৩০ মিনিটের দিকে সাতক্ষীরা সদরের সাতক্ষীরা-যশোর মহাসড়কের ছয়ঘড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এফ জেড একটি মোটরসাইকেল সাতক্ষীরার দিকে যাচ্ছিল। এমন সময় ছয় চাকার একটি ডাম্পার ট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই নিহত হয়। নিহতদের নাম জয়(২৫) ও সিহাব(২৫)। তাদের গ্রামের বাড়ী সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায়। দুর্ঘটনার সাথে সাথে ট্রাকের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।
Check Also
পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …