৫লাখ টাকা চাঁদার দাবিতে বিএনপি নেতাকে কু*পি*য়ে জ*খ*মের অ*ভিযোগ

সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা মো. আকবর আলীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শহীদুজ্জামান শহীদ ও তার লোকজনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টায় ভেটখালী বাসস্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত মো. আকবর আলী রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্যামনগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, সোরা ও কালিঞ্চি গ্রামে আকবর আলীর চিংড়ী ঘের থাকায় সেটির ওপর নজর পড়ে শহীদ ও তার লোকজনের। বেশ কিছুদিন যাবত তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। না দিলে প্রাণনাশের হুমকিও দিয়েছে তারা। মঙ্গলবার আকবর আলী ঘেরে যাবার পথে ভেটখালী বাসস্ট্যান্ডে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১২-১৩টি মোটরসাইকেলে প্রায় ৩০জন তার ওপর হামলা চালায়। এতে আকবর আলী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়ে যান। এসময় তার কাছ থেকে নগদ ৫০হাজার টাকা ও ১লাখ ৩০হাজার টাকা মূল্যের মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়।
এ ব্যাপারে আহত বিএনপি নেতা আকবর আলী বলেন, আমার চিংড়ী মাছের ঘের থাকায় লোভের বশবর্তী হয়ে শহীদ লোকজনের সামনেই ৫লাখ টাকা চাঁদা দাবি করে কিছুদিন আগে। আমি তা দিতে অপারগতা প্রকাশ করি। এরই জের ধরে মঙ্গলবার সে আমার ওপর হামলা চালিয়েছে।
এ ঘটনায় শ্যামমগর থানায় এজাহার দেওয়া হলেও মামলা নিতে অপারগতা প্রকাশ করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তিনি বলেন, আপাতত মামলা হচ্ছে না। এজাহারের ভিত্তিতে তদন্ত করে তারপর ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।