আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক  ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয়ের চত্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ৭ম শ্রেণীর ছাত্রী সাদিয়া সুলতানা এবং গীতা পাঠ করেন ১০ম শ্রেণীর ছাত্রী পিয়া রানী মন্ডল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন,থানার অফিসার ইনচার্জ মোঃ নোমান হোসেন,সমাজ সেবক আলহাজ্ব গাউসুল হোসেন রাজ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান,আশাশুনি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুল হান্নান,উপজেলা বিএনপি যুগ্ন আহবায়কক আবু হেনা মোস্তফা কামাল হেনা,গোলাম মোস্তফা মোল্যা প্রমুখ। সহকারী শিক্ষক আসিফ ইকবাল,ক্রীড়া শিক্ষক আনিছুর রহমান ও সেলিনা আক্তারের সঞ্চালনায় অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় ১২টি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৯টি সহ মোট ৩১ টি ইভেন্টের ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার তুলে দেন। ১০০ মিটার দৌড় ও উচ্ছলাফে এসএসসি পরীক্ষার্থী সাদিক আল হাছিব প্রথম স্থান অধিকার করায় তাকে শ্রেষ্ঠ ক্রীড়াবিদের পুরস্কার দেওয়া হয়। ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রী দিপালী রায়কে শ্রেষ্ঠ শিক্ষার্থীর পুরস্কার দেওয়া হয়। শিক্ষকদের মধ্যে সহকারী শিক্ষক এলাহী বক্সকে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার দেওয়া হয়। ক্রীড়া শিক্ষক আনিছুর রহমানকে ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালক সহকারী শিক্ষক সেলিনা আক্তারকে পুরস্কার দেওয়া হয়। সবশেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ বিকালে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Check Also

ভন্ড পীর মিজানের গ্রেপ্তার, শ্যামনগরে আলেম ওলামা ও জনসাধারণের মিষ্টি বিতরণ 

হুসাইন বিন আফতাব, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: সাতক্ষীরার শ্যামনগরে বহুল আলোচিত ভণ্ড ‘পীর’ মো. মিজানুর রহমানকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।