স্টাফ রিপোর্টার,গাজীপুরঃপিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ বছর কারাবাসের পর গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন তৎকালীন বিডিআরের ১২৬ জন সদস্য। বৃহস্পতিবার বেলা ১১টার পর তারা একে একে কারাগার থেকে বের হন। এ সময় কারা ফটকে স্বজনদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের আদেশ অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিডিআরের এই সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। দীর্ঘদিন কারাভোগের পর আদালতের আদেশে তাদের মুক্তি দেওয়া হলো।
###
মোঃ রেজাউল বারী বাবুল
স্টাফ রিপোর্টার,গাজীপুর।
২৩/০১/২০২৫ ইং