পিঠা উৎসব শুধুমাত্র একটি উৎসব নয়। এর মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায়। গ্রাম বাংলার ঐতিহ্য রক্ষার্থে পিঠা উৎসব অন্যতম মাধ্যম হতে পারে। শিশুদের মানসিক এবং ব্যক্তিত্ব বিকাশসহ আত্মীয়তার সম্পর্ক অটুট রাখতে পিঠা উৎসব অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। সাতক্ষীরার সর্বপ্রথম স্থাপিত বেসরকারি প্রাথমিক শিক্ষা কেন্দ্র মোসলেমা আদর্শ একাডেমীর আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। শনিবার রাতে তিনি পিঠা উৎসব পরিদর্শন করেন। এছাড়া শহরের মুন্সিপাড়া মোসলেম আদর্শ একাডেমির নিজস্ব ক্যাম্পাসে শনিবার দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, মোসলেমা আদর্শ একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ওবায়দুল্লাহ গজ্নফার, একাডেমি পরিচালনা পরিষদের সদস্য জাহিদুল ইসলাম। মোসলেম আদর্শ একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিচালক খোরশেদ আলম। এ সময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।