রইছপুর আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে সরকার ঘোষিত ” তারণ্যে উৎসব ” ও পিঠা উৎসব শুরু হয়েছে

মুহাম্মদ অলিউল্যাহ, (রইছপুর) সাতক্ষীরা :বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা সদরের রইছপুর আদর্শ দাখিল মাদ্রাসার উদ্যোগে সরকার ঘোষিত ” তারণ্যে উৎসব ” ও পিঠা উৎসব শুরু হয়েছে। আজ সকালে অত্র মাদরাসা সম্মানিত সুপার মাওলানা আবু সাইদ তারণ্যের উৎসব ও পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষকমন্ডলি,ছাত্রীরা ও এলাকাবাসী। উদ্বোধনী বক্তব্যে সম্মানিত মাদরাসার সুপার বলেন, তরুণ সমাজ সমাজের চালিকা শক্তি, সমাজিকতায় তরুণদের সম্পৃক্ত করতে পারলে, সমাজ হবে মাদক, সন্ত্রাস,ও অশ্লীলতামুক্ত। তাই সবাইকে একসাথে সমাজ সংস্কারে আত্মনিয়োগ করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মানিত সহসুপার মাওলানা আব্দুল কুদ্দুস, মোঃ ইসহাক, মোঃ অজিহার সহ অন্য অন্য শিক্ষকমন্ডলি ও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে পাঁচটি স্টল নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়,যা আগামীকাল পযর্ন্ত চলবে। অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ

Check Also

সুন্দরবনে অপহরণের শিকার ১৫ জেলের মধ্যে ১০ জেলের ২৮ লাখ টাকায় মুক্তি

সুন্দরবন–সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অপহরণের শিকার সাতক্ষীরার ১৫ জেলের মধ্যে ১০ জনকে মুক্তিপণের ২৮ লাখ টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।