আওয়ামী লীগ ‘নামে ও মতাদর্শে’ রাজনীতি করার সুযোগ নেই: নাহিদ ইসলাম

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ নামে বা তাদের মতাদর্শ নিয়ে আর রাজনীতি করার সুযোগ নেই। তিনি দাবি করেন, আওয়ামী লীগের মতাদর্শই ফ্যাসিবাদী, যা গত ১৫ বছর ধরে দেশে গণহত্যা ও দমন-পীড়নের ভিত্তি ছিল।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, “যারা ভুল বুঝতে পারবেন, তাদের সেই আদর্শ ত্যাগ করতে হবে। তবে তাদের রাজনৈতিক ও নাগরিক অধিকারের কোনো সমস্যা নেই। তারা চাইলে অন্য দলে যোগ দিতে পারেন বা নতুন দল গঠন করতে পারেন।”

আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটি নিয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে হবে। আদালত, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের ওপর এটি নির্ভর করছে। তবে আমরা যারা অভ্যুত্থান করেছি, আমরা মনে করি, আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক ও আইনগত ভিত্তি নেই।”

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “যদি আদালত বা রাষ্ট্রীয় সংস্থাগুলো মনে করে, তারা (আওয়ামী লীগ) রাজনীতি করতে পারে, তাহলে সেটি অন্য বিষয়। তবে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার—তারা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে আসা এমন মন্তব্য দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Check Also

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।