আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে পুলিশের অভিযানে ৫ জন সাজাপ্রাপ্ত আসামী সহ ৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার (২ফেব্রুয়ার) সকালে আদালতে প্রেরন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত আবদুল ওয়াদুদ,এসআই আব্দুর রশিদ,শাখাওয়াত হোসেন,রাজিব মন্ডল,লিটন মল্লিক, অনাথ মিত্র,এএসআই আশিকুর রহমান,আব্দুস সালাম,জাকির হোসেন পৃথক অভিযানে আশাশুনি সদরের আব্দুল ওহাব সরদারের ছেলে আজিজুল ইসলামকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। সি আর সাজাপ্রাপ্ত আসামী উপজেলারচেচুয়া গ্রামের মৃত বিল্লাল সরদারের ছেলে আব্দুল হামিদ,জামালনগর গ্রামের আবুবক্কার সিদ্দিকের ছেলে আব্দুস সাত্তার, আব্দুস সালাম সরদারের ছেলে শাহিনুর সরদার, বুুড়িয়া গ্রামের মৃত কিনা শেখের ছেলে মাসুম শেখ, খরিয়াটি গ্রামের মনসেপ গোলদারের ছেলে আতিয়ার গোলদার,দরগাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দলিল উদ্দিন গাজীর ছেলে জমির উদ্দিন গাজী,মৃত তফিল উদ্দিন গাজীর ছেলে জি এম শহিদুল ইসলাম সিদ্দিককে গ্রেফতার করা হয়।
