আগামী ১৪ ফ্রেব্রুয়ারী সুন্দরবন দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সুন্দরবনঘেষা ৫টি জেলার ১৭টি উপজেলা যেগুলি সুন্দরবনের ইমপ্যাক্ট জোন হিসেবে পরিচিত সেখানে নানাবিধ সচেতনতামুলক কর্মসূচী পালন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালী, সিগনেচার ক্যাম্পেইন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাইকেল র্যালী, মানববন্ধন এবং ফটোগ্রাফি প্রতিযোগিতা ইত্যাদি।
বরাবরের মত এবারও সুন্দরবন দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে ‘বিশ^ ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’। এ প্রতিপাদ্যকে ধারণ করে এবারেও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দরবন একাডেমির ব্যবস্থাপনায় সুন্দরবন দিবস পালন করা হবে।
কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে খুলনা প্রেসক্লাবে। খুলনার কর্মসূচীর মধ্যে রয়েছে আলোচনা সভা, ফটোগ্রাফি প্রতিযোগিতা, সাইকেল র্যালি ইত্যাদি। এছাড়াও সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর এবং বরগুনাও কর্মসুচী পালিত হবে।
পলিথিন এবং প্লাস্টিক দূষণ হতে সুন্দরবনের জলজসম্পদ বিশেষ করে জীব, প্রাণী ও উদ্ভিদ বৈচিত্রকে সুরক্ষায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টিসহ সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এবারের সুন্দরবন দিবসে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
সুন্দরবন দিবস উপলক্ষে এবার ‘ক্যামেরার ফ্ল্যাশে সুন্দরবন সুরক্ষার বার্তা’ শীর্ষক এক আলোকচিত্র প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে খুলনা প্রেসক্লাবে।
প্রতিযোগিতায় যে কোন ব্যক্তি বা আলোকচিত্রী একটি ছবি পাঠাতে পারবেন। ছবিতে সুন্দরবনের দূষণ প্রতিরোধ এবং সুন্দরবন সংরক্ষণের বার্তা থাকতে হবে। ছবিটি মৌলিক হতে হবে। আগামী ১০ ফেব্রুয়ারির রাত ৮টার মধ্যে মধ্যে সর্বোচ্চ একশ’ মেগাবাইটের ছবির সফট কপি https://qrfy.io/3i3Px7TLn3 লিংকে জমা দিতে পারবেন।
ছবির সৃজনশীলতা, প্রাসঙ্গিকতা এবং ভিজ্যুয়াল ইম্প্যাক্টের ভিত্তিতে বিচারক ম-লির রায়ে সেরা ৫টি ছবি পুরষ্কৃত হবে। সবগুলো ছবির ভেতর থেকে সেরা ৫০টি ছবি নিয়ে ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন দিবসে খুলনা প্রেস ক্লাবে প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রেসবিজ্ঞপ্তি