বেড়ি বাধ নির্মাণে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ক্ষতিপুরণের দাবিতে দক্ষিণ বেদকাশীতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারী প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে দক্ষিণ বেদকাশীর চরামুখাতে মানববন্ধন করেছে স্থানীয় ক্ষতিগ্রস্থরা। সোমবার (৩ ফেব্রুয়ারী) কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চরামুখার মেদেরচর এলাকায় নির্মিত বেড়ি বাধের উপর দাঁড়িয়ে ক্ষতিপুরণের দাবিতে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে স্থানীয় সমাজকর্মী আসলাম চৌধুরীর পরিচালানায় বক্তব্য দেন ক্ষতিগ্রস্থ জমির মালিক কর্ণধার মন্ডল, সন্তোষ মন্ডল, প্রণয় মন্ডল, মনিরুজ্জামান বাচ্চু, প্রশান্ত মন্ডল, দেবব্রত মন্ডল, পরেশ গাইন, পুলিন মন্ডল, গোপাল চন্দ্র মন্ডল প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্থরা দাবি করে জানান, প্রাকৃতিক দূর্যোগ সহ নানা প্রতিকূলতায় লড়াই করে বেঁচে থাকতে হয় এই জনপদের মানুষকে। বিশেষ করে আইলা পরবর্তী এই জনপদের মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হন। এছাড়া প্রতিবছর নদী ভাঙ্গনের ফলে এ জনপদের মানুষের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। গত ২৪ সালে এই এলাকায় বেড়ি বাধ নির্মাণ শুরু হয়। এই কাজ শুরু থেকে ব্যাপক অনিয়মের মধ্যে দিয়ে কাজ চলতে থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীরা নিয়মনীতির তোয়াক্কা না করে জোরপূর্বক স্থানীয়দের জমি থেকে গভীর ভাবে মাটি কাটতে থাকে। এমন ভাবে মাটি কাটতে শুরু করে যেখানে পরবর্তীতে ফসল ও চিংড়ি চাষ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। আরো দাবি করেন যে ভাবে মাটি কেটে নেওয়া হয়েছে এতে করে ওই জমিগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন এন্ড কোং এর স্বেচারিতায় ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষি ও মৎস্য চাষিরা। আরো বলেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়ন তথা ১৪/১ পোল্ডারের মেদেরচর হইতে পদ্মপুকুর স্লুইচ গেইট অভিমুখে এবং চরামুখা খেয়াঘাট সংলগ্ন তপন বাবুর বাড়ী হইতে খালেরগোড়া অভিমুখে বাচ্চু সাহেবের ঘের পর্যন্ত আমাদের জমি অধিগ্রহণ না করে প্রভাব খাটিয়ে জোরপূর্বক আমাদের কৃষি জমি হইতে একস্কেভেটর দিয়ে মাটি কেটে নেওয়া এবং জমি জোরপূর্বক বেড়ি বাধের ভিতরে নিয়েছে। তখন আমরা জমির মালিকগণ পূনরায় বাঁধা দিলে আমিন এন্ড কোং এর ম্যানেজার আমাদের সহিত চরমভাবে দূর্ব্যবহার করে। আমরা নদীর বাধ রক্ষায় জমি দিতে রাজি আছি। কিন্তু সেটি প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু কোন আলোচনা ছাড়াই আমাদের জমি নিয়ে নেওয়া ও সেখান থকে মাটি কাটায় আমরা ক্ষতিগ্রস্থ। তাই সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে আমাদের ক্ষতিপুরণের দাবি জানাচ্ছি।

Check Also

সুন্দরবনে অপহরণের শিকার ১৫ জেলের মধ্যে ১০ জেলের ২৮ লাখ টাকায় মুক্তি

সুন্দরবন–সংলগ্ন বঙ্গোপসাগর থেকে অপহরণের শিকার সাতক্ষীরার ১৫ জেলের মধ্যে ১০ জনকে মুক্তিপণের ২৮ লাখ টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।