এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি উপজেলা প্রতিনিধি।।আগামী ২৬ ফেব্রুয়ারি আশাশুনি উপজেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলন ও কেন্দ্রীয় নায়েবে আমীর,সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমানের আগমন সফল করতে সদর ইউনিয়ন জামায়াত প্রস্তুতি সভা করেছে। সোমবার বাদ মাগরিব উপজেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আব্দুল হাই এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। বিশেষ অতিথি ছিলেন-জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক,জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর,উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীার মাওলানা নুরুল আফসার মুর্তজা,সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম,অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস,কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু। অন্যদের মধ্যে সদর ইউনিয়ন জামায়াতের এস এম শহীদুজ্জামান বাবলু,আবুল কাশেম সানা,মোবারক হোসেন,আব্দুল আজিজ,ওয়ার্ড সভাপতি মেম্বর সিরাজুল ইসলাম,সাবেক মেম্বার আব্দুর রহিম গাজী,সাবেক মেম্বার রফিকুল ইসলাম,হযরত আলী,নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ৯টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিসহ ইউনিয়নের সকল কর্মীগণ উপস্থিত ছিলেন।
