বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরার ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ ভ‚মি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরার ত্রি বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৮ ফেব্রæয়ারি ২৫ তারিখ শনিবার সকাল ১০টায় শহরের আল বারাকা রেস্টুরেন্টের ৩য় তলায় বাংলাদেশ ভ‚মি অফিসার্স কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫-২৭ প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হামিদ ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা (অব:) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা(অব:) মো: ইয়াছিনুর রহমান, ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা(অব:) মো: কামরুল ইসলাম।

নির্বাচন কমিশনার বৃন্দের সার্বিক সহযোগিতায় সমগ্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাধারন সভা ও নির্বাচনে ৪৮ জন সদস্য উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন খলিশখালী ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা গাজী আবু হেলাল, বৈকারী ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা আব্দুল বারী। সভাপতি পদে ৪৮ জনের মধ্যে আব্দুল বারী ২৬টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব গাজী আবু হেলাল ২২টি ভোট প্রাপ্ত হন।

সাধারণ সম্পাদক পদে ৪৮টি ভোটারের বিপরীতে ৪১টি ভোট পেয়ে নির্বাচিত হন পদ্মপুকুর ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব তারক চন্দ্র মন্ডল ৭টি ভোট প্রাপ্ত হন। এছাড়া বিনা প্রতিদ্ব›িদ্বতায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন প্রতুল জোদ্দার। প্রেস বিজ্ঞপ্তি

Check Also

জিজিকেএইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন নজিব উল্যাহ

সাতক্ষীরা সদর উপজেলার জিজিকেএইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সদর আসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।