হাসনাত আব্দুল্লাহ: এমন দেশ চাই না যেদেশে অযোগ্য শাসক শাসন করবে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন দেশ আর চাই না, যেদেশে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে। আমরা এমন দেশ চাই না, যেদেশে দুর্নীতি, রাহাজানি, গুম-খুন থাকবে। আমরা এমন দেশ চাই, যেদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ, তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বাস করতে পারব।

শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফে দুদিনব্যাপী ৭৭তম ঈসালে সওয়াল মাহফিলের প্রথম দিনে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, আমাদের রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে না। প্রশাসন আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না। যদি না আমরা নিজেরা নিজে থেকে ঠিক না হই। তিনি বলেন, আমরা ছোট ছোট মানুষ, আমাদের বয়স ২৫-২৭ বছর, এই বয়সের ছেলেরা এখনো পর্যন্ত হয়তো পরিবারের হাল ধরেনি, এখনো পর্যন্ত বাসা থেকে পাঁচশ-এক হাজার টাকা নিয়ে চলে, এই বয়সে আমাদেরকে দেশ সংস্কার করতে হচ্ছে। আমাদের ভুল হচ্ছে, আমরা ভুল করছি, আমরা দেখছি, আমরা শিখছি, আমাদের ভুল হলে আপনারা দেখবেন, আমরা সেটা থেকে শিখব এবং আপনাদের দেখানো পথে দেশটাকে এগিয়ে নিব। এ সময় ধামতী দরবার শরীফের গদিনশীন পির মাওলানা বাহাউদ্দিনসহ বিভিন্ন ওলামায়ে কেরাম এবং পির মাশায়েখ উপস্থিত ছিলেন।

Check Also

৫০ বছরের ‘লজ্জা’ থেকে মুক্ত হলেন ড. ইউনূস

দ্বীপ উপজেলা সন্দ্বীপে এতোদিন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকাকে ‘লজ্জার’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।