নিজস্ব প্রতিনিধি: ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ রমজান মঙ্গলবার (৪মার্চ) বিকালে ৮ নং ওয়ার্ড ছয়ঘরিয়া এলাকায় এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝাউডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মো: ইকবাল হোসাইনের সার্বিক সহোযোগিতায় মাওলানা নাসিরউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর ইকবাল হোসাইন, মাওলানা ইদ্রিস হোসাইন, মাওলানা আব্দুস সালাম।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাএ শিবিরের ঝউডাঙ্গা শাখার সভাপতি মো. আলী আকবর হোসেন , সাবেক শিবির নেতা আসাদুজ্জামান আসাদ, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮নং ওয়ার্ড শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
