যশোর-২ আসনের জামায়াত প্রার্থী ডা. ফরিদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে সংসদ সদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। এ আসন থেকে মাওলানা আরশাদুল আলমের প্রার্থী হওয়ার নাম শোনা গেলেও শেষমেষ বাদ পড়েছেন তিনি। তবে যশোর-২ আসন থেকে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ’র নাম ঘোষণার পর থেকে সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়।

জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বলছেন, দল থেকে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদ সদস্য মনোনীত প্রার্থী হয়েছেন ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। আমরা তার ওপরে আস্থা রেখেছি। আশা করি তার হাত ধরে এ আসনের উন্নয়ন হবে। একই সাথে দলমত নির্বিশেষে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।

Ezoicজানা গেছে, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ এই চিকিৎসক যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম শরীফ হোসেনের ছেলে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তিনি যশোরের খড়কি ঐতিহ্যবাহী পীর বাড়ির সন্তান। ১৯৬১ সালে জন্ম নেওয়া এই চিকিৎসক ১৯৭৭ সালে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং ১৯৭৯ সালে একই ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। সেখান থেকে এমবিবিএস পাশ করে ঢাকা পিজি হাসপাতালে যোগ দেন। সেখানে ২ বছর চিকিৎসক হিসেবে কাজ করে উচ্চ শিক্ষা নিতে যুক্তরাজ্যে চলে যান। সেখানে এমআরসিপিসিএইচ, এফআরসিপিসিএইচ এবং ডিসিএইচ ডিগ্রি নেন। তিনি দীর্ঘ ত্রিশ বছর ধরে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। তিনি সেখানে ইউনিভার্সিটি হসপিটালস বার্মিংহামে কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডিরেক্টর, আল কুরআন একাডেমি লন্ডন এর ট্রাস্টি, ইডেন একাডেমি কভেন্ট্রি ইউকের ট্রাস্টি এবং সেন্টার ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে জামায়াতে ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে আমি দেশে এসেছি। আমি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে দেশে এসেছি। বর্তমানে আদ্ দ্বীন হাসপাতালে একজন চিকিৎসক হিসেবে কাজ করছি।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য সরকার লন্ডনে পাঠানোর পরিকল্পনা করে। তবে প্রত্যেক আহতের সাথে এটেনডেন্টসহ পাঠানো এবং অন্যান্য জটিলতা তো রয়েছেই। সে কারণে লন্ডনে আহতদের না নিয়ে তাদের সেই মানের চিকিৎসা দেওয়ার জন্য একটি চিকিৎসকদল বাংলাদেশে এসেছে। দলটি ঢাকাতে ইতোমধ্যেই চিকিৎসা কার্যক্রম শুরু করেছে। আমি সেই দলের প্রধান হিসেবে কাজ করছি।

Check Also

৫০ বছরের ‘লজ্জা’ থেকে মুক্ত হলেন ড. ইউনূস

দ্বীপ উপজেলা সন্দ্বীপে এতোদিন নিরাপদ যোগাযোগ ব্যবস্থা না থাকাকে ‘লজ্জার’ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।