জনগণ সংবিধান চালায় নাকি সংবিধান জনগণ চালায় বলে মন্তব্য করেছেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীরসেক্রেটারী ঢাকা মহানগর দক্ষিণের ড.শফিকুল ইসলাম মাসুদ।
এই সংবিধান দিয়ে আমরা কি করতে পেরেছি। আমরাতো এখনো কোন সংবিধানের কাঠামোর মধ্যে নেই উল্লেখ করে শফিক আরো বলেন,ধরেন পুরো সংবিধান যদি বাতিল করলেও এমন অনেক জিনিস আছে যেগুলা এখানে থাকবে।আবার বাতিল না করলেও এখানকার অনেক জিনিস আপনাকে আবার রিকমেন্ডেশন করতে হবে।সুতরাং এখানে কিছু সৃষ্টি বা ধ্বংস করার কিছু নাই।
আমি মনে করি আমাদের সংবিধানের আলোচনা যতটা গুরত্বপূর্ণ তার চেয়ে আমাদের মনন,চিন্তা,পরিকল্পনা,চরিত্রের বিরাট জায়গা আমাদের ধ্বংস হয়ে গেছে।
আমিতো মনে করি আসল কথা হচ্ছে আমাদের প্রত্যেক পটিলিক্যাল পার্টি,যারা আমাদের শুভানুধ্যায়ী তাদের চিন্তা দৃষ্টিভঙ্গির জায়গাটাও সংস্কারে আসা উচিত।
আমার চাওয়া পাওয়াটা আমি ৫৩ বছরে পূরণ করতে পেরেছি কিনা উল্লেখ করে তিনি আরো বলেন, আমাকে বুঝতে হবে, আমরা যে বাংলাদেশটা এখন তৈরী করেছি ২০২৪ এর জুলাই আগস্ট এর মধ্য দিয়ে; এটার একটা রিফ্লেকশন আসছে আমাদের কাছে।
এই সাত মাসে সাধারণ মানুষের কাছে প্রত্যাশার জায়গা তুলে ধরতে পেরেছি কিনা উল্লেখ করে তিনি আরো বলেন,আমার কাছে মনে হয়েছে, অন্তবর্তী সরকার নিয়ে আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হল, আমার দলকে নিয়ে, আমার কর্মীদের নিয়ে।