কামরুজ্জামান মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের নাংলা গ্রামের মৃত মাখনলাল দে এর একমাত্র পুত্র পঙ্কজ দে গতরাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ।
খোঁজ নিয়ে জানা যায় অর্থনৈতিক সমস্যা এবং ঋণ পরিশোধ করতে না পারা ও সাংসারিক অভাব অনটনের কারণে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সে তার বাবার একমাত্র পুত্র ছিল। তার নিজেরও তিনজন ছেলে মেয়ে আছে। দুইটি ছেলে ও একটি মেয়ে আছে । সকাল বেলা ঘটনা স্থলে যেয়ে দেখা যায় রাতের বেলায় তার গোয়ালের ছাগলের গলার দড়ি খুলে নিয়ে বাড়ি থেকে সামান্য দূরে একটি আম গাছে গলায় দড়ি দেয় এবং সেখানেই মৃত অবস্থায় ঝুলে থাকে। তার আত্মীয়-স্বজনরা গত রাত থেকে তাকে খোঁজাখুঁজি করেও না পেয়ে আজ ভোরবেলা বাড়ির পাশে আম বাগানের একটি গাছে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় । পরে তালা থানার পুলিশ গিয়ে তার মৃত্যুদেহ উদ্ধার করে।