আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০মার্চ) সকাল ১০.৩০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি,বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমে উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম,শিক্ষা অফিসার স্বপন কুমার বর্মন,ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার শাহ নেওয়াজ, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী,খাজরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম, বড়দল প্রশাসক আক্তার ফারুক বিল্লাহ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান,আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান,সাংবাদিক আকাশ হোসেন,দৈনিক সংগ্রামের আশাশুনি প্রতিনিধি এস,এম মোস্তাফিজুর রহমান, সিপিপি উপজেলা টিম লিডার আঃ জলিল প্রমুখ।

Check Also

কালিগঞ্জে যুবককে গলা কেটে হত্যা চেষ্টার মূল আসামিসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরার কালিগঞ্জে সাইফুল ইসলাম ওরফে সামাদ (২০) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।